কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রম্নপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ রফিক (৩৪) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে ক্যাম্প-৮ ডবিস্নউ ও ক্যাম্প ৮ ইষ্ট, বি-২১ বস্নকে গোলাগুলির ওই ঘটনাটি ঘটে।
নিহত রোহিঙ্গা যুবক ৮ ইষ্ট ক্যাম্পের বি-২১ বস্নকের বাসিন্দা শামসুল আলমের
ছেলে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুই সন্ত্রাসী গ্রম্নপের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক রফিককে আইএমও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৮ এপিবিএন পুলিশের সহঅধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পরপর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এপিবিএন পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এর আগে ৪ মার্চ তারাবির নামাজ শেষে বাড়িতে ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মো. নুর নামের একজন হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল সশস্ত্র সন্ত্রাসীরা।