শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আন্দোলনে নিহতদের পরিচয় শনাক্তের উদ্যোগ সিআইডির

যাযাদি রিপোর্ট
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
আন্দোলনে নিহতদের পরিচয় শনাক্তের উদ্যোগ সিআইডির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ১২ জনের পরিচয় শনাক্ত উদ্যোগ নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এজন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে সোমবার সিআইডি বলছে, স্বজনের খোঁজ না পাওয়া পরিবারগুলোকে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'জুলাইয়ের গণঅভু্যত্থানে শহীদদের মধ্যে কিছু অশনাক্তকৃতে ডিএনএ প্রোফাইল সিআইডি, ঢাকায় সংরক্ষিত রয়েছে। আপনি যদি কোনো শহীদের পরিচয় জানতে চান তাহলে নিহতের নিকটতম আত্মীয় স্বজনকে সিআইডির মালিবাগ সদর দপ্তরের ফরেনসিক ল্যাবে বা ০১৩২০-০১০৫৭২ যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া গেল।'

এ ব্যাপারে সিআইডির (ফরেনসিক) ডিআইজি মো. জমসের আলী বলেন, 'আমাদের কাছে ১০ থেকে ১২জনের ডিএনএ নমুনা রয়েছে। তাদের পরিচয় শনাক্ত হওয়ার প্রয়োজনে এই বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।' তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন।

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে

গতবছর শুরু হওয়া ছাত্র আন্দোলন জুলাইয়ের মাঝামাঝি সময়ে তীব্রতা পায়। ১৬ জুলাই পুলিশের গুলিতে রংপুরের আবু সাঈদসহ সারাদেশে ছয়জন নিহত হওয়ার পর আন্দোলন সহিংস আকার ধারণ করে।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-অগাস্টে নিহত এবং আহতদের তালিকা তৈরি করতে গত ১৫ অগাস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। যাচাই বাছাই শেষে জানুয়ারিতে নিহতদের নাম প্রকাশ করে প্রথম গেজেট হয়েছে। ওই গেজেটে সারাদেশের ৮৩৪ জন 'শহীদের' নাম স্থান পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে