রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মানবতার নীলনদ

সাজ্জাদুর রহমান
  ৩১ মে ২০২৪, ০০:০০
মানবতার নীলনদ

এ শহরে রক্তের ফণা তুলে

দাঁড়িয়ে আছে দু'পেয়ে অভিশাপ

মড়ক বিছিয়ে ছিন্ন করছে আত্মার মস্তক

ফোটা ফোটা রক্তহংস

সাঁতরে পার হচ্ছে মানবতার নীলনদ।

বারোটা বাজতে পথ বাকি ইঞ্চি এক

একব্যাগ নষ্টামি ধেয়ে আসে বৃদ্ধ পাখায়

বয়সের পৌনঃপুনিক আঙুল বিচূর্ণ হয়

মৃতু্য খাস হয় শ্মশানচারী রোদ্দুর পাহারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে