মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ব্যবচ্ছেদ

রহমান মুজিব
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ব্যবচ্ছেদ

তুমি আমার মনোভিটা, পদ্মরাগের চানমারি

মাটির ভাঁজে সবুজ মায়ার সে কী বাড়াবাড়ি

আমি শুয়ে আকাশ দেখি, গল্প বুনি, পাখির

শিসে মন ওড়াই।

শহরে এরূপ আকাশ আর নাই

মানুষের সংক্ষিপ্ত হৃদয়ের পথ ধরে আকাশও

ছোট হতে হতে হয়তো দশমিক বিন্দু হয়ে যাবে।

শিক্ষক ক্লাসে বলতেন- ভালোবাসা একটি রাবার

উদারতায় জীবনকে রাবারে মতো দীর্ঘ কর

আমরা রাবারের মতো দীর্ঘ হতে পারিনি।

দীর্ঘ হতে চেয়ে কখন যে রাবারের মতো

আমরা ছুঁড়ে গেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে