রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শরতের গান

পঞ্চানন মলিস্নক
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
শরতের গান

বৃষ্টির বারিধারায় আজ লিখে ফেলি তোমার আমার মন শুধরাবার গান,

যদিও পাখির আবাস জুড়ে এখন এসে গেছে বিচু্যত মেঘেদের ভিড়।

এরোপেস্ননের গতির নিচে মেঘেরা ডানা ঝাপটায়ে যায়;

শরতের শুভ্র আকাশে কালো মেঘগুলোও রূপ বদলায়।

অবশ্য ষড় ভাগের বিভাজনে এখন নেই আর ক্লাইমেট;

তাই ঘুরে ফিরে আসতে পারে মেঘের প্রসূতি সময়।

এমন হলে ধুয়ে মুছে যাবে আবার শরতের নববধূ রূপ

তাই ছাদে এসে খুলে রাখি রেইন কোর্টের ভাঁজ।

অবশ্য শরতের নীলিমা এখন চুরি হয়ে গেছে নীল পরীদের ঠোঁটে;

এখন তারাই জুড়ে এসে বসে রঙের আর্কাইভে।

রীংটন বেজে ওঠে শুভ্র শরতের;

কিন্তু মেঘের জলের কাছে বার্তা গেলেই আবার বুঝি সব নিশ্চুুপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে