রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভালোবাসা

বিজন বেপারী
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ভালোবাসা

শরৎ ক্যানভাস; শুভ্র মেঘের লুকোচুরি

পঙ্খিরাজের রথে চেপে যাচ্ছে স্বপ্ন

নীলাকাশ পূর্ণ মেঘের দখলে।

কাশবনের সৌন্দর্য উপভোগ করেন

প্রকৃতি পরিবেশ প্রেমী কবিরা,

ছোট্ট শিশু, বৃদ্ধ এবং স্মার্ট সিটিজেন

নদীর দু'ধারে ভালোবাসা।

ওদিকে শারদীয় দুর্গোৎসব দার প্রান্তে;

আমি অপেক্ষায়, তোমার প্রীতি উপহারের

উষ্ণ ভালোবাসা আর নতুন শাড়ির ছোঁয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে