শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কবিতাকে বলেছি

দুলাল সরকার
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
কবিতাকে বলেছি

কবিতাকে বলেছি আমি যখন দুঃসময়

মঞ্চের চেয়ারে বসে শ্রেষ্ঠ অন্ধকার

1

তখন সূর্যের চতুর্দিকে কক্ষপথ

হয়ে এসো... প্রয়োজন নেই

শিউলির ফোটা, যেন শরতের কাশফুলে

শুভ্রতা নেই আজ;

ভুল আবেগের কাছে বশ্যতাবশত

হেমিলনের বাঁশি শুনে নতজানু সকলেই

মায়া হরিণের পিছে সকলেই ছোটে,

তখন কবিতা তুমি বিবেকের

সারথি হয়ে কুরুক্ষেত্রে এসো...

দেখা হবে প্রকৃত সংগ্রামে

উদ্দেশ্যের নিঃস্বার্থ মিছিলে

সময়ের চূড়ান্ত লক্ষ্য পূরণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে