সমবেত শ্রদ্ধেয় শ্রোতৃমন্ডলী
আপনাদেরকে একটি কবিতা শোনানোর জন্য
এ আমি জেগে ছিলাম কাল সারারাত শুধু নয়
পুরো সপ্তাহের প্রতিটি রাতের লোভনীয় ক্ষণ
দিনেও কলম মুখে নিয়ে বসে ছিলাম ঘণ্টার পর ঘণ্টা
শীতের প্রভাতে ঠান্ডা হিমে জমে যাওয়া জলদাসের মতন জাল ফেলে
বাংলা অভিধানের শ্রেষ্ঠ শব্দগুলোকে হাতে-পায়ে ধরে
স্নেহ-শ্রদ্ধা-ভালোবাসায় জড়িয়ে শান্তির সপক্ষে স্স্নোগানমুখর
কবিতার রাজপথে জড়ো করেছি কঠিন কসরতে
তারপর দেখা গেল কিছু একটা দাঁড় করিয়ে ফেলেছি অবলীলায়
'কবিতা' হয়েছে বলে দেশের প্রোথিতযশা কবিদের ভালোবাসার প্রশ্রয়ে
সাহস যুগিয়ে তালিকায় নামটি লিখে রেখেছি। হঁ্যা, শুধু কি তাই?
রাজধানী শহরের যানজট জনজট ঠেলে ঘর্মসিক্ত আমি
\হএসেছি শহরতলি থেকে
একজন অনেক কাঠ-খড় পুড়িয়ে এসেছেন টেকনাফ থেকে
আরেকজন আনন্দ নিয়ে বললেন, তিনি এসেছেন তেঁতুলিয়া থেকে
চ্যানেল বিজয়ী ব্রজেন দাশের মতন নদী সাঁতরানোর কসরত করেও এসেছেন কেউ কেউ
প্রত্যন্ত গ্রামের মেঠোপথ অথবা সরু আলপথ
মাড়িয়ে সমস্ত বিরক্তি উপেক্ষা করে যারা এসেছেন
কঠিন ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ তারা তীর্থের কাকের মতন
\হঅপেক্ষায় বসে আছেন বিকারহীন
শুধু একটি কবিতা শোনানোর জন্য অন্তহীন কষ্ট সহ্য করে
ঘড়ির কাঁটায় কাঁটায় হাজির হয়েছেন প্রতিজন কবি
দামোদর নদী সাঁতরিয়ে যেমন মায়ের ডাকে সাড়া দিয়েছিলেন বিদ্যাসাগর
তেমনি কবিতাকে মা-জ্ঞান করেও কেউ কেউ ছুটে এসেছেন
\হপ্রত্যন্ত প্রান্তিক জনপদ থেকে
একটি কবিতা পড়ার জন্য কী অধির ব্যাকুল উন্মাতাল আগ্রহ আমাকে
\হতরঙ্গ-তাড়িত করে টেনে নিয়ে এসেছে এখানে
তার আগে একজন নিষ্ঠাবান শ্রোতার সন্ধানে অধৈর্য উন্মাদনায়
নিজের ভেতর আবিষ্কার করি ভীষণ দুষ্প্রাপ্য এক মনোযোগী শ্রোতা-
\হআমি নিজেই শুনেছি আমার কবিতা
অতঃপর কবিতা পড়তে ওঠেই চমকে উঠলাম,
একজন সুন্দরীর সেলফোনটি বেজে উঠল প্রেমময় সংগীতের সুরে
একজন কানাকানি করছেন ঘনিষ্ঠ সহশ্রোতার সাথে
অন্যরা নিজের কবিতার রিহার্সেলে মন্দ্র-চাঞ্চল্যে বিভোর
কে শুনবে তাদের কবিতা!
আমিই তো মাঠে মারা পড়ছি শোকের সরোবরে
আর অল্পকটি পঙ্ক্তি বাকি- আপনারা কি শুনবেন আমার কবিতা?
শেষে হঠাৎ চোখ পড়ল ভাগ্যক্রমে কজন বিখ্যাত কবি
\হউপবিষ্ট এখানে এই আসরে
যারা খুব মনোযোগ দিয়ে গভীর অভিনিবেশে শুনছেন পঠিত কবিতাগুলো
শেষ পর্যন্ত আমি সার্থক- গুণী কবিদের কাছে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ হলাম
আজ এখানে- এখনি এই মহতী কবিতা পাঠের আসরে।