শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পাখিরা ছেড়ে যাচ্ছে শহর

বাবুল আনোয়ার
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পাখিরা ছেড়ে যাচ্ছে শহর

পাখির ছেড়ে যাচ্ছে শহর

নদীরা ডুবে যাচ্ছে খরায়

নিঃস্ব হচ্ছে বনভূমি, মনোভূমি

হনুমানতলা, সুজনমাঝির ঘাট

নিবিড় হচ্ছে ডিপেস্নামেটিক জোন

সুপারমল নাগরিক নন্দন

পাখিরা ছেড়ে যাচ্ছে শহর

উড়ে যাচ্ছে অজানা হাওয়ায়

ধেয়ে আসছে ডেভলোপার

আততায়ী রাত আধুনিক কৌশল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে