শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আমি যদি কবি হতাম

তপন কুমার দাশ
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আমি যদি কবি হতাম

আমি যদি কবি হতাম-

নীল আকাশের আঁচল কোণে

যত্ন ভরে লুকিয়ে রাখা শিল্পকলার

গন্ধমাখা একটি দুটি শব্দ নিয়ে

কল্পকথার মালা গেঁথে, মনে মনে

নিল আকাশের আঁধার ক্ষণে

দু'চোখ মুদে ভাসিয়ে দিতাম!

আমি যদি কবি-ই হতাম-

মেঘবরণ কপোল 'পরে উছলে পড়া

কাজল কালো কেশপুঞ্জে দোদুল দোলা

দিয়ে দিয়ে, চম্পা ফুলের গন্ধ মাখা

একটুখানি ছন্দ নিয়ে বিভোর হয়ে

হৃদয় কোণ পুঞ্জিভূত আবেগ নিয়ে

হয়তো আমি বলেই দিতাম, ভালোবাসি

আমি তোমায় ভালোবাসি, আমি...!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে