বেদনার অবসান ঘটে- এসেছে আনন্দের শুভ দিন,
ত্রিশলক্ষ শহীদের রক্তে, সবুজের মাঝে-লাল রঙিন।
হাতে পতাকা, মুখে সবার জয়-বিজয়ের গান,
লক্ষাধিক বীরাঙ্গনার, 'সম্মানের দামে ফিরেছে- স্বাধীনতার মান।
সত্যের জয়, মিথ্যার পরাজয়, জুলুম হয়েছে শেষ,
ভেদাভেদ ভুলে সকলে মিলে গড়তে হবে দেশ।
ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, করতে হবে কাজ,
মোদের ভয় নাই, আছে মাথায় স্বাধীনতার তাজ।
আঁধার কেঁটেছে, পূর্ব গগনে-রবির কিরণ বেশ।
নবউদ্যমে কাঁধে কাঁধ রেখে গড়বো নতুন দেশ।।