নিজের পাপে ধুয়ে যায় শরীরের সমস্ত সুখ
পুণ্যের মেঘ লুকিয়েছে আজ আকাশের ওপারে
সূর্যের দাবদাহে গলে যায় মোমের শরীর
তীব্র খরায় ফেটে যায় মনের সমস্ত প্রাচীর
শান্তির তৃষ্ণায় গোটা জীবন যেন মুমূর্ষু চৌচির
দু'চোখের সীমানা পেরিয়ে শুধু শূন্যতার মহাকাশ
বুকের কোটরে আবদ্ধ সমস্ত রোদ আজ ফিকে
মগজের গহ্বরে কেবল হীম বিষাদের উন্মাদ উৎসব
বিবেকের নির্মম কারাগারে থমকে থাকে দেয়াল-ঘড়ি
ঘুমোনোর অজুহাতে এড়িয়ে যাই দায়িত্বের সব শেকল
অসুস্থ যৌনতা ঠোঁটে নিয়ে যৌনাঙ্গে হামলে পড়ে রাত
মিলিয়ে যায় জীবনের সুখস্মৃতি সব এক এক করে
নীলচে ব্যথার কালশিটে দাগ নিয়ে চামড়ার গভীরে
কারারুদ্ধ নিষ্প্রাণ আমি রোজ চেখে দেখি মৃতু্যর স্বাদ