বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সুখের অতিশয় অভিমান

ইলিয়াছ হোসেন
  ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সুখের অতিশয় অভিমান

বিরামহীন স্বপ্ন দেখি একদিন সুখী হবো

বরাবরই সুখ থেকে যায় অধরা,

1

তাইতো ফিকে হয়ে আসে সুখী হওয়ার স্বপ্ন

নৈঃশব্দ্য ঘিরে ধরে আমাকে

হারিয়ে ফেলি এগিয়ে চলার গতিপথ।

অবাক চোখে তাকিয়ে থাকি ওই দূর নীলিমায়

হয়তো সেখানে একাকি খেলা করে সুখ,

বাস্তবতা মেনে নেই যাপিত জীবনে

অতৃপ্ত মনে সান্ত্বনা খুঁজি এই ভেবে

সুখের অতিশয় অভিমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে