রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মোহাম্মদ রফিকুল কাদেরের কবিতা

  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
মোহাম্মদ রফিকুল কাদেরের কবিতা

জলতরঙ্গ-১

চলে যেতে হয় যাচ্ছি তাই

কষ্টরাঙা অষ্টপ্রহর কেন না হারায়?

এ বিষাদের উৎস কোথায়?

বিচ্ছেদ-ব্যথার স্মৃতি শহরজুড়ে

প্রকৃতিও যেন নীরবে লিখছে

ফাগুনের ঝরাপাতায়।

জলতরঙ্গ-২

কান্নারা আবার আসছে ফিরে,

ভাবাবেগের অনুবাদ করি ধীরে

'কষ্ট' একটি শব্দে সব কথা সারা,

আমি যতক্ষণ রই তোমায় ছাড়া।

জলতরঙ্গ-৩

বেদনাকে মিনতি করি- দূর হয়ে যাও

দ্রবীভূত বিষাদ গড়িয়ে পড়ে অশ্রম্নজলে,

জানি-একদিন সে জল তোমায় ছোঁবে

আঁকা রবে সেদিন কপোলে-কাজলে।

সংসার কিংবা রণক্ষেত্র

মূর্খ কিংবা জ্ঞানী নয় সর্বত্র সমান্তরাল,

কেউ সফল, কেউবা আবার অসফল

কেউ করে মালাবদল কেউবা মনবদল

কেউ নিত্য ভালোবাসে কেউবা সদা ছল।

প্রেম

প্রেম এমন এক প্রতিযোগিতা যা নিষ্ঠুর-নির্মম

যে খেলায় প্রতিদ্বন্দ্বীকে মেনে না নেয়াই নিয়ম,

প্রেমিক-প্রেমিকা সাজে কভু প্রতিদ্বন্দ্বীর ঘাতক,

নয়তো কভু আত্মঘাতী- নিজেই নিজের যম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে