বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাফে অংশ নিতে সবার আগে ঢাকায় রাশিয়া

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০
সাফ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শনিবার ঢাকা এসেছে রাশিয়ার মেয়েরা -ওয়েবসাইট

সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে প্রথম দল হিসেবে ঢাকায় পা রেখেছে রাশিয়ার নারী ফুটবলাররা। এবারই প্রথম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশটি। শনিবার সকালে বয়সভিত্তিক দলটি বাংলাদেশে পৌঁছায়। সত্তরের দশকে বাংলাদেশে এসেছিল রাশিয়ার ফুটবল ক্লাব প্রিন্স ডায়নামো। এরপর দীর্ঘদিন আর বাংলাদেশে পা পড়েনি দেশটির ফুটবল দলের।

রাশিয়ার সিনিয়র ফুটবল দল উয়েফা থেকে নিষিদ্ধ। ইউরোপের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারছে না। সাফের এই টুর্নামেন্ট যদিও উয়েফার অর্থায়নেই হচ্ছে। তবে উয়েফা কর্তৃপক্ষই রাশিয়াকে সাফে খেলার জন্য পাঠিয়েছে।

২০ থেকে ২৮ মার্চ ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্ট চলবে। স্বাগতিক বাংলাদেশসহ ভুটান, ভারত, নেপাল ও রাশিয়া অনূর্ধ্ব-১৭ মহিলা জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। পাঁচটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে