মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
walton

বার্সার বিরুদ্ধে ষড়যন্ত্র!

ক্রীড়া ডেস্ক
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

অর্থের বিনিময়ে বার্সেলোনার রেফারিদের প্রভাবিত করার অভিযোগ আবারও জোর দিয়ে অস্বীকার করেছেন হুয়ান লাপোর্তা। বার্সেলোনা সভাপতির দাবি, ক্লাবকে অস্থিতিশীল করতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্টকে বার্সেলোনার অর্থ দেওয়ার ঘটনা নিয়ে গত মাস থেকে তোলপাড় চলছে স্প্যানিশ ফুটবলে।

বার্সেলোনার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের সামনে কথা বলেন লাপোর্তা। বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরার প্রতিশ্রম্নতি আরেকবার দেন তিনি, 'যে প্রচারণার কারণে আমরা ভুগছি, তা হঠাৎ করে আসেনি, আপনারা সবাই এটা জানেন। এর উদ্দেশ্য স্বল্পমেয়াদে দলকে অস্থিতিশীল করা এবং মধ্যমেয়াদে বার্সাকে নিয়ন্ত্রণ করা। আমার হাতে সময় আছে, কেন এবং কীভাবে তারা এই প্রচারণা চালাতে চায়, তা আপনাদের ব্যাখ্যা করব। কোনো সন্দেহ নেই, আমরা নিজেদের রক্ষা করব। আমরা শুধুমাত্র নিজেদের রক্ষাই করব না, আমরা আক্রমণ করব। তবে এখন আমাদের অবশ্যই এই রোববার দলকে উৎসাহিত করার দিকে মনোযোগ দিতে হবে, কারণ আমি আপনাদের বলেছি, তাদের প্রথম উদ্দেশ্য হলো দলকে অস্থিতিশীল করা।'

কারা বার্সেলোনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সে ব্যাপারে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি লাপোর্তা। এই সময়ে সমর্থকদের আরও বেশি ক্লাবের পাশে থাকার আহ্বান জানান তিনি, 'আমরা দারুণ একটি ম্যাচ খেলব। আমি আপনাদের আগের চেয়ে আরও বেশি দলকে উৎসাহ জোগানোর জন্য বলছি। লিগ জিতে এই মৌসুমে আমাদের লক্ষ্যের কাছাকাছি যাওয়ার দারুণ একটি সুযোগ আছে।'

অর্থপ্রদানের ঘটনা প্রকাশের পরপর বার্সেলোনা বিবৃতি দিয়ে বলেছিল, অতীতে তারা বাইরের একজন টেকনিক্যাল পরামর্শকের সেবা নিয়েছিল। কোনো অন্যায় সুবিধা নেওয়ার কথা তখনও উড়িয়ে দেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে