বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে উন্নতির পথ খুঁজছেন ক্যাবরেরা

ক্রীড়া প্রতিবেদক
  ২৭ মার্চ ২০২৩, ০০:০০

দ্বিপাক্ষিক ফুটবল সিরিজে সেশেলসের বিপক্ষে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচে ১-০ গোলের জয়। তবে সেই জয়ে খুশি হলেও পুরোপুরি তৃপ্ত হতে পারেননি বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার চোখে ধরা পড়েছে শিষ্যদের গোলের সুযোগ হাতছাড়া করাসহ ছোটখাট অনেক ভুলত্রম্নটি। দুই ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে আগামীকাল মঙ্গলবার। এই ম্যাচে এলিটা-জামালদের আরও উন্নতি দেখতে চান ক্যাবরেরা।

এক ম্যাচ শেষে দু'দিনের বিরতি। এই সময়টাকে কাজে লাগাতে ব্যস্ত বাংলাদেশ দলের কোচ। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা বাংলাদেশের। সিলেটে সেশেলসের বিপক্ষে শুরুটা জয় দিয়েই। এক ম্যাচেই বাংলাদেশ দলের যেমন প্রাপ্তি তেমনি বেশ কয়েকজন ফুটবলারের জন্যও স্মরণীয় এই ম্যাচ। যেমন এই ম্যাচে একেবারেই নতুন মুখ ছিলেন মুজিবুর রহমান জনি। লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় নাইজেরিয়ান থেকে বাংলাদেশি নাগরিক হওয়া এলিটা কিংসলেরও। তারিক কাজী প্রথম কোনো আন্তর্জাতিক গোল পেলেন। লাল-সবুজের জার্সিতেও এটি তার প্রথম গোল। তবে সদ্য সৌদি আরবে প্রশিক্ষণ ক্যাম্প শেষ করে আসা শিষ্যদের কাছে আরেকটু বেশি আশা করেছিলেন বাংলাদেশের কোচ। কিন্তু সুযোগ পেয়েও গোল করতে পারেননি এলিটা কিংসলে। তারিক কাজী ছাড়া আর কেউই গোল করতে পারেননি।

ক্যাবরেরা তাই ম্যাচটা নিয়ে আরও গবেষণা করে উন্নতি করেই পরের ম্যাচে নামার লক্ষ্য জানালেন, 'প্রথম ম্যাচে শুরুর ২০-২৫ মিনিট আমরা ভালো ফুটবল খেলেছি। আমি ভেতরের দিকে এবং অ্যাটাকিং মিডফিল্ডে খেলার জায়গা করতে পেরেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে বল পাওয়ার জন্য আমাদের অনেক সময় লেগেছে এবং শুরু থেকে ২৫-৩০ মিনিট পর্যন্ত ভুগতে হয়েছে। এই ম্যাচের ভিডিও আবারও দেখতে হবে। সেশেলস 'ম্যান টু ম্যান' তাড়া করেছে, যে কারণে পরিস্থিতি আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। আমাদের মিডফিল্ডারদের তারা চেজ করেছে। দ্বিতীয়ার্ধে কি হয়েছিল, সেটা আমরা দেখব (ভিডিও)। দ্বিতীয় ম্যাচে কীভাবে এখানটায় উন্নতি করতে পারি, সে পথ খুঁজে বের করব।'

এলিটার কিংসলের বিষয়ে কোচ বলেছেন, 'কিংসলেকে নিয়ে আমি খুশি, সে কঠোর পরিশ্রম করেছে। সবাই কঠোর পরিশ্রম করেছে। যেভাবে আমরা খেলেছি স্ট্রাইকারদের গোল করার প্রয়োজন ছিল, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিংসলের খেলায় আরও উন্নতি করতে হবে। ম্যাচে সে পরিষ্কার সুযোগ পেয়েছিল। আশা করি, এর পরে সে গোল করবে। এজন্য আমাদের তাকে সমর্থন জোগাতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে