ম্যাচের শুরু থেকেই নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়েই খেলার চেষ্টা করেছিল ইউনিয়ন বার্লিন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই চমক দেখানোর অপেক্ষায় ছিল জার্মান ক্লাবটি। যারা পাঁচ বছর আগেও জার্মানির দ্বিতীয় বিভাগে খেলতো! কিন্তু শেষ মুহূর্তে তাদের রূপকথার ড্রয়ের সম্ভাবনাটি ভেস্তে গেছে জুড বোলিংহামের কল্যাণে! আবারো রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেছেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার। ত্রাতা হয়ে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। বুধবার রাতে ইনজুরি টাইমে বোলিংহামের পাওয়া একমাত্র গোলে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। এ ছাড়া রাতের অপর ম্যাচে স্পোর্টিং ব্রাগাকে ২-১ গোলে নাপোলি এবং সেভিয়া ও লেন্সেরে মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
সান্তিয়াগো বার্নাবু্যতে মাদ্রিদের অভিজাতরা প্রথমার্ধেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। কিন্তু বুন্দেসলিগা ক্লাবটির প্রতিরোধ ভাঙতে পারেনি মোটেও। দৃঢ়চেতাভাবে রক্ষণ সামলেছে তারা। যার পেছনে বড় অবদান ছিল সদ্য জুভেন্টাস থেকে যোগ দেওয়া ইতালি ডিফেন্ডার লিওনার্দো বুনোচ্চির। অবশ্য ভুলে গেলে চলবে না রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মানসিকতা তো অদম্য। যারা শেষ না হওয়ার আগ পর্যন্ত হার মানে না।
জুড বোলিংহামের করা অ্যাসিস্টে করা তার হেড ফিরিয়ে দেন বার্লিন গোলরক্ষক ফ্রেডরিক রনৌ। ম্যাচের বাকি সময় একচেটিয়াভাবে বলের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আক্রমণের মাধ্যমে বার্লিনের দেয়াল ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন রদ্রিগো-লুকা মদ্রিচরা। কোনো গোল না করেই বিরতিতে যায় দু'দল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বার্লিনের গোলপোস্টে তুমুল আক্রমণ চালায় রিয়াল। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি। খেলার ৬৫তম মিনিটে গোল করার লক্ষ্যে বল নিয়ে ছোটেন বোলিংহাম। কিন্তু জোসেলু অফসাইড অপরাধের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। তবে শেষতক আর হতাশ হতে হয়নি রিয়ালকে। শেষ পর্যন্ত ম্যাচের ৯৪ মিনিটে জার্মান ক্লাবটির প্রতিরোধ ভাঙতে পারে রিয়াল। কর্নারের পর গোল মুখে জটলা থেকে পাওয়া ফিরতি বলে সুযোগ সন্ধানী গোলটি করেন বোলিংহাম। এই মৌসুমে যা তার ৬ ম্যাচে ষষ্ঠ গোল!