বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সম্মাননা পেলেন নির্মাতা ফাহাদ

বিনোদন ডেস্ক
  ০২ জুলাই ২০২৫, ১০:৩৯
সম্মাননা পেলেন নির্মাতা ফাহাদ
এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এ শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার নিচ্ছেন ফাহাদ

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-র অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫।

চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত-সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরষ্কার তুলে দেয়া হয়।

এ বছর মো. ফাহাদ ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এ শ্রেষ্ঠ পরিচালকে ভূষিত হলেন।

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর উদ্যোগে গত ২৯ জুন ২০২৫ইং রোববার সন্ধ্যায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এজেএফবি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএন বাংলার তাশিক আহমেদ চিত্রনায়ক আলীরাজ উপস্থিত ছিলেন।

এ সময় চলচিত্র নায়ক আলীরাজ নাট্যাঙ্গনে বিশেষ অবদানস্বরূপ শ্রেষ্ঠ নাট্য নির্মাতা হিসেবে পুরস্কার তুলে দেন।

পরিচালক মো. ফাহাদ বলেন, ‘পুরস্কার পাওয়ার জন্য আমি নাটক নির্মাণ করি না, তবে পুরস্কার একজন নির্মাতাকে তার কাজের প্রতি আরও গভীর আগ্রহী করে তুলে। আমার প্রচেষ্টা থাকবে ভবিষ্যতে আরও ভালো গল্প নির্মাণ করে সমাজ পরিবর্তনে অবদান রাখা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে