বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

এমবাপের গোলে দুরন্ত গতিতে ছুটছে পিএসজি

ক্রীড়া ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
লিগ ওয়ানে লেন্সের বিপক্ষে বল দখলের চেষ্টায় পিএসজির তারকা কিলিয়ান এমবাপে -ওয়েবসাইট

পিএসজিতে কিলিয়ান এমবাপের থাকা না থাকা নিয়ে প্রতিদিন একটার পর একটা গুঞ্জন বাতাস ভারী করছে। অনেকেই তার দলবদলের এসব গুঞ্জন নিয়ে যারপরনাই বিরক্ত। তবে মাঠের কাজটা ঠিকঠাক করে চলেছেন পিএসজির সুপারস্টার। এমবাপের নৈপুণ্যে ভর করে আরও একবার লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার পথে দুরন্ত গতিতে ছুটছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

কিলিয়ান এমবাপের গোল ও গিয়ানলুইগি ডোনারুমার পেনাল্টি সেভে লিগ ওয়ানে গত মৌসুমের রানার্সআপ লেন্সকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে পিএসজি। এই জয়ে লিগ টেবিলে আট পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৮ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিসের সংগ্রহ ৩৫। পিএসজির চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে তারা।

ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গোল পেয়েছেন ব্র্যাডলি বারকোলা। ৩০ মিনিটে বারকোলার গোলে এগিয়ে যায় পিএসজি। ৭ মিনিটে পোলিশ মিডফিল্ডার প্রিজিমিসস্নাভ ফ্র্যাংকোভস্কিও পেনাল্টি রুখে দেন ডোনারুমা। ম্যাচ শেষের এক মিনিট আগে এমবাপে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন। মৌসুমে এটি এমবাপের ১৯তম লিগ গোল।

ম্যাচ শেষে পিএসজি বস লুইস এনরিকে বলেছেন, 'পুরো ম্যাচ নিয়ে আমি দারুণ সন্তুষ্ট। আমি মনে করি আমার দল সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে। আমাদের কোনো প্রত্যাশা ছিল না। সবাই পাগল হয়ে উঠেছিল, কিন্তু আমি নিয়ন্ত্রণে থাকতে বলেছি।'

গত মৌসুমে পিএসজির থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থান লাভ করা লেন্স এবার আর নিজেদের মেলে ধরতে পারছে না। যদিও তাদের ঘরের মাঠের ফর্ম বেশ শক্তিশালী রয়েছে। শীতকালীন বিরতির আগ পর্যন্ত লেন্স ঘরের মাটিতে ১১ ম্যাচে অপরাজিত ছিল। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে বারকোলাকে ফাউলের অপরাধে জোনাথন গ্রাডিট সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে লেন্সের ম্যাচে ফিরে আসার স্বপ্ন শেষ হয়ে যায়। এই ফাউল নিশ্চিত হতে ভিএআর প্রযুক্তির সহায়তা নিতে হয়েছে।

ভবিষ্যৎ শঙ্কায় পিএসজির সাম্প্রতিক প্রায় সব ম্যাচের মূল কেন্দ্রবিন্দুতে থাকেন এমবাপে। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডানিলো ডি বক্সের ভিতর এলিয়ে ওয়াহিকে ফাউল করে বসলে পেনাল্টি উপহার পায় লেন্স। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। ফ্র্যাংকোভস্কি ভাল শট নিলেও ডোনারুমা হাঁটু দিয়ে তা রুখে দেন। ইতালিয়ান গোলরক্ষক এরপর ওয়াহির শট সেভ করেছেন। ৩০ মিনিটে এমবাপের অ্যাসিস্টে বারকোলা পিএসজিতে এগিয়ে দেন। রক্ষণভাগকে ফাঁকি দিয়ে এমবাপের পাসই মূলত এই গোলের পিছনে মূল নিয়ামক হিসেবে কাজ করেছে।

দ্বিতীয়ার্ধে লেন্স ডোনারুমাকে তেমন কোনো বিপদে ফেলতে পারেনি। তার ওপর একজন কম নিয়ে খেলে তাদের জন্য পিএসজিকে প্রতিরোধ করাও কঠিন হয়ে গিয়েছিল। ৮৯ মিনিটে ওসমানে ডেম্বেলের পাস থেকে লো শটে এমবাপে দলের জয় নিশ্চিত করেন।

দ্বিতীয় স্থানে থাকা নিস রেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে ঘরের মাঠে রেইমসের বিপক্ষে ৩-১ গোলে ব্যবধানে পরাজিত মোনাকো চতুর্থ স্থানে নেমে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে