বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

'জনগণের সামনে আসবে টাইগারদের বিশ্বকাপ তদন্ত'

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
'জনগণের সামনে আসবে টাইগারদের বিশ্বকাপ তদন্ত'

ওয়ানডে বিশ্বকাপে স্মরণকালের সবচেয়ে বাজে সময় কাটিয়েছে বাংলাদেশ। ভারতে গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। দলের ভরাডুবির কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। এতদিন ধাপে ধাপে সব ক্রিকেটার ও কোচদের সঙ্গে বসেছিলেন তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটিতে আছেন আকরাম খান ও মাহবুব আনাম। এ দুজনও ছিলেন বৈঠকে। গ্র্যান্ড সিলেট হোটেলে সাকিব ও তামিমের সঙ্গে আলাদা করে আলোচনা করেন তারা।

বাকি ছিলেন কেবল অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সোমবার সিলেটে তাদের সঙ্গে বসেছিলেন আকরাম-সিরাজরা। দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তদন্ত কমিটির প্রধান এনায়েত সিরাজ। তাদের সঙ্গে কি কথা হয়েছে এ বিষয়ে জানিয়েছেন বিসিবির এই পরিচালক।

সিরাজ বলেন, 'এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে আপনারা জানতে পারবেন। একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুইজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি। হয়তো বিশ্বকাপে আশানুরূপ ফল করতে পারিনি। এটা কী কারণে আমরা পারিনি এবং কী সমস্যা ছিল এগুলোই আমরা ফাইন্ডিংসে এনেছি। ভবিষ্যতে যেন এ সমস্যায় পড়তে না পারি।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দু'জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।'

সিরাজ যোগ করেন, 'আসলে ওভারঅল একটা পরিস্থিতি এখানে আছে। শুধু সাকিব-তামিম তা না। বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে আমরা কীভাবে পরিচালনা করতে পারি ওদের কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছি। তারাও দিয়েছে।'

বিশ্বকাপের ঠিক আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর তার স্কোয়াডেই জায়গা হয়নি। এর মধ্যে প্রকাশ্যে আসে সাকিবের সঙ্গে তার দ্বন্দ্ব। এ দুজনের মধ্যে বিরোধকে অবশ্য 'দ্বন্দ্ব' বলতে পারেননি তদন্ত কমিটির প্রধান।

এ নিয়ে সিরাজ বলেন, 'আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমি এটাকে ঠিক ওভাবে বিবেচনায় আনছি না। পরিস্থিতিতে অনেক কিছু হয়। সবকিছুই পৃথিবীতে সমাধানযোগ্য।'

শোনা যাচ্ছে, বিপিএল চলাকালে তামিম তার জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এ ব্যাপারে তদন্ত কমিটিকে কিছু জানিয়েছেন কি না এ প্রসঙ্গে সিরাজ বললেন, 'এরকম কোনো কথা হয়নি ভবিষ্যতে খেলবে কি না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে