মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ওয়ানডে সিরিজ জিতে ৩ লাখ টাকা করে বোনাস পাচ্ছেন শান্তরা

ক্রীড়া প্রতিবেদক
  ২০ মার্চ ২০২৪, ০০:০০
ওয়ানডে সিরিজ জিতে ৩ লাখ টাকা করে বোনাস পাচ্ছেন শান্তরা

যেকোনো জয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জয়ী দলের সদস্যদের বোনাস দিয়ে থাকে। এবার বাড়ানো হয়েছে বোনাসের পরিমাণও। সেই অনুযায়ী শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ে ৩ লাখ টাকা করে বোনাস পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা।

কিন্তু কত টাকা? বোনাস দেওয়ার ক্ষেত্রে একটি নিয়ম অনুসরণ করে আসছে বিসিবি। প্রতিপক্ষ দলেরর্ যাংকিংয়ের ভিত্তিতে তিন ভাগে দেওয়া হয় এই বোনাস। বিসিবির সংশ্লিষ্ট বিভাগ বোনাস বণ্টনের বিষয়টি নিশ্চিত করেছে।

র্

যাংকিংয়ে প্রতিপক্ষ দল যত উঁচুতে, বোনাসের পরিমাণও তত বেশি আরর্ যাংকিংয়ে নিচের দিকে হলে বোনাসের পরিমাণও কমতে থাকে। সদ্য সিরিজ জেতা প্রতিপক্ষ শ্রীলংকার অবস্থানর্ যাংকিংয়ের সপ্তম স্থানে।

বিসিবির নিয়মানুযায়ীর্ যাংকিংয়ে সপ্তম থেকে নবম স্থানে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রতি ম্যাচ জয়ের বোনাস বেড়ে হয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৭০০ ডলার। সিরিজ জিতলেও ১ লাখ টাকা বরাদ্দ, এর আগে যা ছিল ৫০০ ডলার।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ২ ম্যাচ জয়ের জন্য ২ লাখ টাকা আর সিরিজ জয়ের পুরস্কার হিসাবে ১ লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা করে বোনাস পাচ্ছেন ওয়ানডে দলে থাকা সদস্যরা।

তিন সংস্করণের জন্য সমান তিন ধাপ অনুসরণ করে বিসিবি। প্রথম ধাপের্ যাংকিংয়ের এক থেকে তৃতীয়, দ্বিতীয় ধাপে চতুর্থ থেকে ষষ্ঠ আর তৃতীয় ধাপে আছে সপ্তম থেকে নবম স্থানে থাকা দল।

র্

যাংকিংয়ের ভিত্তিতে সবচেয়ে বেশি বোনাস টেস্টে সর্বোচ্চ ৪ লাখ টাকা আর সর্বনিম্ন ২ লাখ টাকা। ড্র হলেও লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। যা আগে ছিল সর্বোচ্চ ৩ লাখ, সর্বনিম্ন দেড় হাজার ডলার। ওয়ানডেতে সর্বোচ্চ ২ লাখ আর সর্বনিম্ন ১ লাখ টাকা। যা আগে ছিল সর্বোচ্চ দেড় হাজার ডলার আর সর্বনিম্ন ৭০০ ডলার।

টি২০-তে সর্বোচ্চ বোনাস ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা, সর্বনিম্ন ৭০ হাজার টাকা। যা আগে ছিল সর্বোচ্চ ১ হাজার ডলার, সর্বনিম্ন ৪০০ ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে