রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পুলিশের দুই খেলোয়াড় নিষিদ্ধ !

ক্রীড়া প্রতিবেদক
  ২০ মার্চ ২০২৪, ০০:০০
পুলিশের দুই খেলোয়াড় নিষিদ্ধ !

প্রিমিয়ার হকি লিগে সম্প্রতি উষা ও পুলিশের মধ্যকার ম্যাচে হাতাহাতি হয়েছে। এ নিয়ে লিগ কমিটি মঙ্গলবার দুপুরে হকি ফেডারেশনে জরুরি সভা করেছে। সভায় সংস্স্নিষ্ট পুলিশের দুই খেলোয়াড়কে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে কমিটির চেয়ারম্যান মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, 'ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর সংশ্লিষ্ট পুলিশের দুই খেলোয়াড় মো. সোহেল ও মো. জাহিদুলকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। লিগ কমিটি নিবন্ধনকৃত খেলোয়াড়ের ওপরই কেবল নিষেধাজ্ঞা দিতে পারে। সেই ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।' লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না ও লিগ কমিটির দুই যুগ্ম সম্পাদক ওই ঘটনার ফুটেজ পুনরায় দেখবেন। এ প্রসঙ্গে লিগ কমিটির সম্পাদক মুন্না বলেন, 'বাইলজ অনুযায়ী দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ভিডিও ফুটেজ দেখে আমাদের মনে হয়েছে উষার টেন্টের দিকে তেড়ে গিয়েছিল সোহেল ও জাহিদুল। তাই তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া উষা ও পুলিশ দুই দলকে সতর্ক করে দেওয়া হয়েছে।' উষা-পুলিশ ম্যাচ ছাড়াও চলমান লিগের আরো কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। খেলা চলাকালে ক্লাব-ফেডারেশন সংশ্লিষ্ট অনেকেই টার্ফের আশপাশে থাকেন। মুন্না যোগ করেন, 'মাঠে প্রবেশ করার মতো চারটি গেটকে শনাক্ত করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। খেলার সময় দুই টেন্টে ক্লাবের সুনির্দিষ্ট কর্মকর্তা ছাড়া কেউ থাকতে পারবে না।' আম্পায়ারের সিদ্ধান্তের বিষয়েও আলোচনা হয়েছে সভায়। লিগ কমিটির সম্পাদক মুন্না বলেন, 'আমরা প্রতিটি দলকে নিয়ম অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। লিখিত আকারেও নির্দেশনা যাচ্ছে। আম্পায়ার বা কোনো কারণে খেলার মধ্যে দশ মিনিটের বেশি অপেক্ষা করলে সেটা রিফিউজ টু পেস্ন হিসেবে গণ্য হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে