সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন তাইজুল

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
শনিবার শ্রীলংকার বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৪৭ রান করেছেন তাইজুল ইসলাম -সংগৃহীত

বাংলাদেশে স্কোরকার্ড উল্টো করে ধরলে বরং ভদ্রস্থ দেখাচ্ছে। যে কাজটা করা দরকার ছিল ব্যাটারদের, সেটা তারা পারেননি। বোলাররা নিজেদের ব্যাটিং সামর্থ্যের ছাপ রেখে বুঝালেন উইকেটে ছিল না বড় কোনো জুজু।

শ্রীলংকাকে তিনশোর নিচে আটকে কোথায় ম্যাচের লাগাম নিবেন নাজমুল হোসেন শান্তরা। তারা তার ধারে কাছে দিয়েও যেতে পারেননি। গুটিয়ে গেছে ১৮৮ রানে। সফরকারীরা প্রথম ইনিংসে লিড নিয়ে নেয় ৯২ রানের। বাংলাদেশের স্কোরকার্ড উল্টো করে দেখতে বলার কারণ দিবে এই পরিসংখ্যান। তিন বোলার তাইজুল-খালেদ-শরিফুল মিলে করেন ৮৪ রান। বাংলাদেশের ছয় বিশেষজ্ঞ ব্যাটার মিলে করতে পেরেছেন ৭৪ রান। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান তাইজুল ইসলামের, ৪৭!

সিলেট টেস্টের প্রথম দিনের শেষদিকে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমেছিলেন তাইজুল ইসলাম। লংকান পেসারদের তোপে যখন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের দিশাহারা অবস্থা, তখন উইকেটে এসে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই টেইলেন্ডার ব্যাটার। একাই দলকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখেন। তবে শেষ পর্যন্ত কাসুন রাজিথার বলে ভাঙে সেই প্রতিরোধ।

অফস্ট্যাম্পের অনেক বাইরে করা রাজিথার হাফভলি বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তাইজুল। তবে আউট হওয়ার আগে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এই বাঁহাতি এই ব্যাটার। ৮০ বলে ৪৭ রানের ইনিংসে ৬টি চার মেরেছেন তিনি। মাত্র ৩ রানের জন্য ছোঁয়া হয়নি টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৮৮ রান। তাতে শ্রীলংকার চেয়ে ৯২ রানে পিছিয়ে থাকে।

আগের দিনের করা ৩ উইকেটে ৩২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলেছেন তাইজুল। অন্যপ্রান্তে মাহমুদুল হাসান জয়কে অবশ্য বেশ সংগ্রামই করতে হয়েছে লংকান পেসারদের বিপক্ষে। তার সেই সংগ্রামের ইতি টানেন লাহিরু কুমারা।

শাহাদাত হোসেন দীপু তাইজুলের সঙ্গে জুটি জমেছিল কিছুটা। ৫৩ রানে ৪ উইকেট হারানোর পর দু'জনেই চেয়েছেন রয়েসয়ে খেলতে। দু'জনের এই জুটি যখনই আশা দেখাচ্ছিল, তখনই আক্রমণে আসেন লাহিরু কুমারা। আর তাতেই সাফল্য পায় লংকানরা।

বাড়তি বাউন্সের বলটা বুঝে ওঠার আগেই দীপুর ব্যাটের কানায় লেগে চলে যায় স্স্নিপে। ধনঞ্জয়া ডি সিলভা নেন দিনের দ্বিতীয় ক্যাচ। ৮৩ রানে বাংলাদেশ হারায় ৫ম উইকেট। ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন দীপু।

তাইজুলকে সঙ্গ দিতে এরপর ক্রিজে এসেছেন অভিজ্ঞ লিটন দাস। দু'জনে মিলে পার করেছেন বাংলাদেশের দলীয় শতরান। লিটন খেলেছেন একেবারেই টেস্ট মেজাজে। আর টেলএন্ডার হয়েও উইকেট আগলে রেখেছেন তাইজুল ইসলাম। কিন্তু টাইগারদের এই জুটিও বেশিক্ষণ টেকেনি। লাহিরু কুমারার দুর্দান্ত ইনসুইং ভেঙে দেয় লিটনের প্রতিরোধ।

শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে বলতে নেমে তাইজুল উইকেট পেয়েছেন ১টি। এদিন তৃতীয় উইকেটে দলীয় ৬০ রানের মাথায় ম্যাথুজকে ২২ রানে পরাস্ত করেন তাইজুল। প্রথম ইনিংসে ১৩ ওভার বল করে ৩১ রানে ১ উইকেট

নিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে