রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রথমবার সেরা দশে নাহিদা

ক্রীড়া প্রতিবেদক
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০
প্রথমবার সেরা দশে নাহিদা

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডেতে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে দলগত পারফরম্যান্স বাজে হলেও ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বামহাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথমবারের মতো ওয়ানডেতে বোলারদেরর্ যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত আইসিসির মেয়েদেরর্ যাংকিংয়ে নাহিদা চার ধাপ এগিয়ে দশ নম্বরে অবস্থান করছেন। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের এটাই সর্বোচ্চর্ যাংকিং!

দুই ওয়ানডেতে বাংলাদেশ বাজে ব্যাটিংয়ে হার মানলেও প্রথম ম্যাচে কিপ্টে বোলিং করেছেন নাহিদা। ২৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। মেডেনও দিয়েছেন একটি। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও মিতব্যয়ী বোলিংয়ের ধারা অব্যাহত রাখেন। ৮ ওভারে দুটি মেডেনের পাশাপাশি দেন ১৯ রান।

বাংলাদেশে দারুণ নৈপুণ্যের পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়াও। অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ব্যাটারদেরর্ যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। বোলারদেরর্ যাংকিংয়েও উন্নতি হয়েছে দুই ধাপ। এখন আছেন পাঁচ নম্বরে। অলরাউন্ডারর্ যাংকিংয়েও এগিয়েছেন তিনি। ৪ ধাপ এগিয়ে তিনি দুইয়ে অবস্থান করছেন। গার্ডনার দুই ওয়ানডেতে ৫২ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৫ উইকেট!

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ১১৮ রানে। দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। বুধবার হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে স্বাগতিক দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে