শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রথমবার ইউরোর মূল পর্বে জর্জিয়া

ক্রীড়া ডেস্ক
  ২৮ মার্চ ২০২৪, ০০:০০

পেস্ন-অফে দারুণ চমক দেখাল জর্জিয়া। ইউরো ২০০৪ আসরের চ্যাম্পিয়ন গ্রিসকে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার মূল পর্বে জায়গা করে নিল তারা। পেস্ন-অফের বাধা পেরিয়ে তাদের সঙ্গী হলো ইউক্রেন ও পোল্যান্ড। গ্রিসের মতো ওয়েলস ও আইসল্যান্ডের পথচলা থামল পেস্ন-অফ থেকে।

'সি' গ্রম্নপের পেস্ন-অফে তিবলিসে মঙ্গলবার রাতে গ্রিসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় জর্জিয়া। দুই দলের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। টাইব্রেকারে জর্জিয়ার জর্জি কোচোরাশভিলি, জুরিকো দাভিতাশভিলি, লাশা দিভালি ও নিকা কোয়েকওয়েস্কিরি পান জালের দেখা। গ্রিসের কেবল ইয়োর্গিওস মাসৌরাস ও ইয়োর্গিওস ইয়াকোমাকিস পারেন লক্ষ্যভেদ করতে। জর্জিয়া মূল পর্বে 'এফ' গ্রম্নপে খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে