সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল

ক্রীড়া ডেস্ক
  ০৯ মে ২০২৪, ০০:০০
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল

১৯৮৬ সালের বিশ্বকাপে সব আলো কেড়ে নিয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টিনার জার্সিতে তিনি প্রতিটি মিনিট খেলেছিলেন। তার নেতৃত্বে আলবিসেলেস্তেরা জেতে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। ম্যারাডোনা হয়ে যান 'অবিনশ্বর'। আগের বিশ্বকাপ আসর থেকে চালু হওয়া সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল অ্যাওয়ার্ডও সেবার জেতেন তিনি, এবার সেই সোনার প্রলেপ দেওয়া বল উঠছে নিলামে।

আগামী জুনে ফ্রান্সে নিলামে তোলা হবে ম্যারাডোনার গোল্ডেন বল অ্যাওয়ার্ড। প্রথমবার এটি নিলামে উঠছে ৬ জুন এবং ভিত্তিমূল্য এখনো ঠিক করা হয়নি। তবে সেটির মূল্য মিলিয়ন ছাড়িয়ে যাবে বিশ্বাস নিলাম হাউজ আগুত্তেসের। মঙ্গলবার তারা গোল্ডেন বল নিলামে ওঠানোর ঘোষণা দিয়েছে।

২০২০ সালের নভেম্বরে বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। তাকে অবিনশ্বরের মর্যাদা দিয়েছিল মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপ। পাঁচ গোল করেছিলেন তিনি, তার মধ্যে ছিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা 'হ্যান্ড অব গড' গোল এবং 'গোল অব দ্য সেঞ্চুরি'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে