মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আবাসিক হল সংলগ্ন এলাকায় চারুকলা ভবন না করার দাবিতে অনড় জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৯:২৯
আবাসিক হল সংলগ্ন এলাকায় চারুকলা ভবন না করার দাবিতে অনড় জাবি শিক্ষার্থীরা
ছবি : যায়যায়দিন

বন, লেক উজাড় করে, অতিথি পাখিদের আবাসস্থল ধ্বংস করে ও একইসাথে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) না করে নিয়ম লঙ্ঘন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল সংলগ্ন এলাকায় চারুকলা ভবন নির্মাণ বন্ধ এবং চারুকলা বিভাগের শিক্ষার্থী কর্তৃক আন্দোলনকারিদেরকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক কথার বিচার চেয়ে রেজিস্ট্রার ভবনের সামনে আন্দোলন করেছে জাবি শিক্ষার্থীরা।

সোমবার (১৯ মে) দুপুর ১২ টায় রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থীরা।

1

শিক্ষার্থীদের বরাতে জানা যায়, গত ১৭ মার্চ বিশেষজ্ঞদের সুপারিশ এবং সে অনুযায়ী সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক হল সংলগ্ন এলাকা থেকে চারুকলা ভবন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। নিয়ম অনুযায়ী সিন্ডিকেটের সিদ্ধান্ত ৬ মাসের মধ্যে অপরিবর্তনযোগ্য হলেও নিয়ম ভঙ্গ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় উক্ত স্থানে চারুকলা ভবন নির্মাণের অনুমোদন দেয়।

ভবন ডিজাইনের ক্ষেত্রে প্রকল্প পরিচালক ময়েজ উদ্দিন ডিপিপি (DPP) জালিয়াতি করেছেন বলে জানা যায়। নিয়ম অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) বাধ্যতামূলক হলেও এ প্রকল্পের ক্ষেত্রে তা করা হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের দাবির মুখে প্রাথমিকভাবে ভবন নির্মাণের কাজ বন্ধ করলেও গ্রীষ্মের ছুটিতে শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসী কায়দায় দুই শতাধিক ছাত্রলীগ ও চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে উক্ত স্থানের দেড় শতাধিক গাছ কেটে বন উজাড় করা হয় এবং একইসাথে অতিথি পাখিদের আবাসস্থল 'বার্ডস লেক' খ্যাত লেক ভরাট করে ভবন নির্মাণের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ১৪ মে প্রশাসনের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থীরা উক্ত স্থানে গাছ রোপণ করতে গেলে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা তাদেরকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে উসকানি দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

হলের আবাসিক পরিবেশ রক্ষা ও প্রাণপ্রকৃতির ভারসাম্য রক্ষায় ভবন অন্যত্রে স্থানান্তর এবং চারুকলার শিক্ষার্থী কর্তৃক কুরুচিপূর্ণ ও উসকানিমূলক কথার বিচার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুনঃআলোচনার জন্য বিকাল ৪ টায় মিটিং ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে