শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

পরাজয়ে ঘরের মাঠ থেকে বিদায় এমবাপের

ক্রীড়া ডেস্ক
  ১৪ মে ২০২৪, ০০:০০
পরাজয়ে ঘরের মাঠ থেকে বিদায় এমবাপের

গত শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন কিলিয়ান এমবাপে। সেখানে জানিয়েছেন, চুক্তি শেষ হতেই এই মৌসুমে পিএসজি ছেড়ে যাবেন তিনি। ক্লাবটির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করার আগে রোববার ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছেন ফরাসি ফরোয়ার্ড। গোল করে শেষটা রাঙাতে পারলেও হার দিয়ে প্যারিস ছাড়তে হচ্ছে তাকে। তুলুজের কাছে অপ্রত্যাশিত হার দেখেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। হারের ব্যবধানটা ছিল ৩-১।

এই ম্যাচ শিরোপা উৎসবের ছিল পিএসজির। সেটা অবশ্য মাটি হয়েছে পরাজয়ের ধাক্কায়। অধিনায়কের আর্ম ব্যান্ড পরে খেলতে নামা এমবাপে ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। তাতে সব প্রতিযোগিতা মিলে গোলও হয়ে যায় ৪৪। কিন্তু শুরুর অগ্রগামিতা টিকেছে মাত্র ৪ মিনিট। ১৩ মিনিটে দালিঙ্গার গোলে সমতা ফেরায় সফরকারীরা।

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর ১০টি পরিবর্তন নিয়ে খেলতে নামে পিএসজি। সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ থেকে একমাত্র হিসেবে শুধু এমবাপ্পেই একাদশে ছিলেন। দ্বিতীয়ার্ধে তুলুজকে এগিয়ে নেন ইয়ান গোহো। স্টপেজ টাইমে জয় সুনিশ্চিত করেছেন ফ্র্যাঙ্ক ম্যাগরি।

গত সেপ্টেম্বরের পর এটি পিএসজির প্রথম পরাজয়। তবে চলতি মৌসুমে লিগ ওয়ানের দ্বিতীয় হার এটি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে