ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে দুই দল। আগামী ২১ মে ফাইনালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকাল ৩টায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের। কিন্তু নির্ধারিত দিনে হচ্ছে না ফাইনাল ম্যাচটি। একদিন পিছিয়ে আগামী ২২ মে (বুধবার) হবে টুর্নামেন্টের শিরোপা লড়াই।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা জানিয়েছে ২১ মে (মঙ্গলবার) উপজেলা নির্বাচন হওয়ায়, ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শ অনুযায়ী ফাইনাল ম্যাচটি একদিন পিছিয়ে ২২ মে, ২০২৪ (বুধবার) পূর্ব নির্ধারিত সময়ে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফেডারেশনকাপে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। চার বার তারা হয়েছে রানার্স আপ। ঢাকা আবাহনীর পর এই টুর্নামেন্টে সর্বোচ্চ সফল দল সাদা-কালোরা। আবাহনী শিরোপা জিতেছে ১২টি। তাই এবার শিরোপা ধরে রাখতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ছু্ঁয়ে ফেলতে পারবে মোহামেডান। অন্যদিকে বসুন্ধরা এই টুর্নামেন্টে দুবার চ্যাম্পিয়ন ও একবার রানার্সআপ হয়। এবারের মৌসুমে স্বাধীনতাকাপ ও প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে কিংসরা। তাই এক মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি বসুন্ধরার সামনে। এর আগে বাংলাদেশের একটি ক্লাবই ট্রেবল জিতেছিল। তারা হলো শেখ রাসেল ক্রীড়াচক্র। ২০১২-১৩ মৌসুমে তারা তিনটি শিরোপা জিতেছিল।