রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পার্বতীপুরে দুর্বৃত্তের হামলায় আহত অটো চালকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৮:১৫
পার্বতীপুরে দুর্বৃত্তের হামলায় আহত অটো চালকের মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে দুর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত অটোরিকশা চালক (ইজিবাইক) নাজমুল হুদা লাবু (৩০) ১ মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন। গত বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিসিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লাবু পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাইমোড় রেলগেট সংলগ্ন দূর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আজ শনিবার (১৭ মে) লাবু'র মৃতদেহ নিজ বাড়ি পার্বতীপুরে আনা হয় এবং বেলা ১১টায় জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

1

জানা গেছে, লাবু গত ১৩ এপ্রিল রাত ৯টার দিকে দিনাজপুর শহরের মহারাজার মোড় থেকে যাত্রী নিয়ে পার্বতীপুরের উদেশে রওয়ানা দেন। ল্যাম্ব হাসপাতাল বাজারে দু'জন বাদে সব যাত্রী নেমে যান।

অটোতে থাকা দুই যাত্রী পূর্ব রাজাবাসর মোড়ে অটো থামিয়ে লাবুকে রেললাইনের পার্শ্ববর্তী ভুতপুকুর পাড়ে নিয়ে যান। সেখানে আগে থেকেই অপেক্ষারত আরও কয়েকজন যুবক মিলে লাবুকে এলোপাতাড়ি মারপিট করেন।

পরে ১৪ এপিল ভোরে মূমূর্ষ অবস্থায় লাবুকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সটকে পড়েন দুর্বৃত্তরা।

সকালে লাবুর বাড়ির লোকজন জানতে পেরে দুর্বৃত্তের কবল থেকে ইজিবাইকটি উদ্ধার করে। এ দিকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে দিবাগত রাত সাড়ে ১২ টায় লাবু মারা যান।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানা থেকে লাবু'র মৃত্যুর ব্যাপারে একটি ম্যাসেজ পার্বতীপুর মডেল থানায় এসেছে।

সেই সূত্র ধরেই পরবর্তী ব্যবস্হা নেওয়া হয়েছে। ঘটনার ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় কোন মামলা হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্হা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে