বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

অলিম্পিক নিশ্চিত করা সাগরের সংবর্ধনা বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিবেদক
  ২৬ জুন ২০২৪, ০০:০০
অলিম্পিক নিশ্চিত করা সাগরের সংবর্ধনা বৃহস্পতিবার
অলিম্পিক নিশ্চিত করা সাগরের সংবর্ধনা বৃহস্পতিবার

তুরস্কের আনতালিয়ায় অলিম্পিক কোটা পেস্নস ও বিশ্বকাপ আরচ্যারি টুর্নামেন্ট খেলে বাংলাদেশ দল মঙ্গলবার ভোরে ঢাকায় পৌঁছেছে। কোটা পেস্নস টুর্নামেন্টে সরাসরি প্যারিস অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছেন আরচ্যার সাগর ইসলাম। তাই বিমানবন্দরে সাগরকে অভ্যর্থনা দিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। 

বিমানবন্দর মূল প্রাঙ্গণের একটু সামনেই আরচ্যারি ফেডারেশন সাগরের জন্য ব্যানার করেছে। সেই ব্যানারের সামনে তার গলায় ফুলের মালা, হাতে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করান কর্মকর্তারা। সাগরের পাশাপাশি তুরস্ক থেকে আগত অন্য আরচ্যারদের ফুল দেওয়া হয়েছে। 

1

২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে রোমান সানা টোকিও অলিম্পিক নিশ্চিত করেছিলেন। তখন আরচ্যারির পৃষ্ঠপোষক তীর গ্রম্নপ রোমানের ছবি বাসে এঁকেছিল। এরপর সেই বাস বঙ্গবন্ধু স্টেডিয়াম আসে। রোলার স্কেটিং কমপেস্নক্সে সংবর্ধনা হয়েছিল। সাগরও একই ভেনু্যতে সংবর্ধনা পাবেন। আরচ্যারি ফেডারেশন বৃহস্পতিবার বিকালে সাগরের অলিম্পিক কোটা পেস্নস নিশ্চিতের অনুষ্ঠান আয়োজন করেছে। রোমান সানা আর্থিক পুরস্কারের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সাগর ইসলামের জন্য ফেডারেশন ও মন্ত্রণালয় কি উদ্যোগ গ্রহণ করে সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে