বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জুভেন্টাস অধ্যায় শেষ স্ট্যাসনির

ক্রীড়া ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
জুভেন্টাস অধ্যায় শেষ স্ট্যাসনির

চুক্তির মেয়াদ বাকি ছিল আরও এক বছর। তবে আগেভাগেই জুভেন্টাসের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেল ভয়চেখ স্ট?্যাসনির। ইতালিয়ান ক্লাবটি ছাড়লেন এই পোলিশ গোলরক্ষক। পারস্পরিক সমঝোতায় দুই পক্ষের চুক্তি বাতিলের কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় জুভেন্টাস। সাত বছর সেরি আর দলটিতে ছিলেন ৩৪ বছর বয়সি স্ট্যাসনি। এখন 'ফ্রি এজেন্ট' হিসেবে নতুন ঠিকানা বেছে নিতে পারবেন তিনি। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, সেরি আর আরেক দল মনসা কিংবা সৌদি প্রো লিগের দল আল নাস্রে যাওয়ার সম্ভাবনা আছে তার।

স্ট?্যাসনি পেশাদার ক্যারিয়ার শুরু করেন আর্সেনালে, ১৫ বছর বয়সে ২০০৬ সালে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন তিনি। মাঝে ধারে ব্রেন্টফোর্ড ও রোমাতেও খেলেন তিনি। ২০১৭ সালে যোগ দেন জুভেন্টাসে।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে