মৌসুমের শুরুতেই বড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। উয়েফা সুপার কাপের জন্য অনুশীলনের সময় মঙ্গলবার চোট পান কামাভিঙ্গা। পরীক্ষায় তার বাম হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়েছে বলে বুধবার বিবৃতি দিয়ে জানায় রিয়াল। ২১ বছর বয়সি এই ফুটবলারের সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে অবশ্য কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর, সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। চোট জর্জর দল নিয়েও গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে উলেস্নখযোগ্য অবদান ছিল কামাভিঙ্গার। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪৬ ম্যাচ খেলেন তিনি।