বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত

ক্রীড়া ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত

স্পেন ও বার্সেলোনার টিনেজ স্টার লামিনে ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার বিষয়ে নিশ্চিত করেছে, স্প্যানিশ গণমাধ্যম নিউজপেপার লা ভ্যানগার্ডিয়া। ওই ঘটনায় গুরুতর আহত হলেও

এখন স্থিতিশীল অবস্থায়

1

আছেন ইয়ামালের বাবা

মৌনির নাসরাউয়ি।

রিপোর্টে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অফিশিয়াল সূত্রগুলো পুরোপুরি অবগত। ঘটনাটি ঘটেছে কাতালুনিয়ার মাতারো অঞ্চলে এক কার পার্কিংয়ে। ওই সময় নিজের পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন নাসরাউয়ি। তখন কয়েকজনের সঙ্গে বাকবিতন্ডা হয় তার। ওই ঘটনার পর সেই লোকগুলো আবার এসে ইয়ামালের বাবার ওপর হামলা করে ঘটনাটি ঘটিয়েছেন।

কাতালান অঞ্চলের স্থানীয় পুলিশ অবশ্য এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ঘটনার সত্যতাও নিশ্চিত করেনি। এমনকি বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তারা। তবে স্প্যানিশ ওই সংবাদ মাধ্যম বলছে, এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলার ঘটনাটি ঘটেছে মূলত মাতারো অঞ্চলের কাছে রোচাফোন্দায়। বার্সেলোনার উত্তরে যার দূরত্ব ৩০ কিলোমিটার। এখানেই বেড়ে উঠেছেন ইয়ামাল। একই জায়গায় তার বাবা ও দাদিও বসবাস করেন। ১৭ বছর বয়সি এই স্প্যানিশ উইঙ্গার গোলের পর হাত দিয়ে উদযাপনের ভঙ্গি হিসেবে '৩০৪' ব্যবহার করেন। যা মূলত কাতালান ওই অঞ্চলের পোস্টকোড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে