বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ 'এ' দলের তৃতীয় দিনের খেলা

ক্রীড়া প্রতিবেদক
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ 'এ' দলের তৃতীয় দিনের খেলা

বাংলাদেশ 'এ' ও পাকিস্তান শাহিনসের মধ্যকার চার দিনের ম্যাচের প্রথম দিনেও অর্ধেকের বেশি সময় ছিল বৃষ্টির দাপট। এরপর দ্বিতীয় দিনে পুরোটা সময় খেলা হলেও গতকাল আর সম্ভব হয়নি। বৃষ্টির বাধায় তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে বৃহস্পতিবার তৃতীয় দিনে লাঞ্চ বিরতির পরেও বৃষ্টি ছিল।

এরপর আর অপেক্ষা করেননি আম্পায়াররা। দিনের খেলা

1

সমাপ্ত ঘোষণা করেন তারা।

তিন দিন মিলিয়ে এখন পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১৩৪.৩ ওভার। যেখানে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান শাহিনস। তৃতীয় দিন

শেষে প্রথম ইনিংসে তাদের

\হলিড ২৪৫ রানের।

বাংলাদেশ 'এ' দলকে ১২২ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন পর্যন্ত ৪ উইকেটে ৩৬৭ রান করে স্বাগতিকরা। তৃতীয় দিন আর কোনো রান যোগ করার সুযোগ পায়নি তারা। পাকিস্তানকে বড় লিড এনে দেওয়ার কারিগর উমার আমিন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরিতে ১৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া সাউদ শাকিল করেন ৭৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিন শেষে)

বাংলাদেশ 'এ' দল: (১ম ইনিংস) ১২২

পাকিস্তান 'এ' দল: (১ম ইনিংস) ৩৬৭/৪ (আমিন ১৭৭, শাকিল ৭৬)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে