শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

ব্রাজিলের অনুশীলনে ড্রোন উড়িয়ে ৩ জন আটক

ক্রীড়া ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ব্রাজিলের অনুশীলনে ড্রোন উড়িয়ে ৩ জন আটক

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ব্রাজিলের অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনায়। দলটির অনুশীলনের সময় ড্রোন ওড়ানোর অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে ব্রাজিলের সামরিক পুলিশ। কুরিতিবায় ব্রাজিলের প্রথম বিভাগের দল অ্যাটলেটিকো পারানেন্সের ঘরের মাঠে অনুশীলন করছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। সেখানে মঙ্গলবার ইকুয়েডর, ভেনেজুয়েলা ও ব্রাজিলের তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গুপ্তচরবৃত্তির শঙ্কা উড়িয়ে দেননি কুরিতিবার এমপি। বেআইনিভাবে ছবি ধারণ করে বিক্রি বা এ রকম কিছু করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ইএসপিএন ব্রাজিলকে জানান তিনি। গত প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অনুশীলনের সময় ড্রোন উড়িয়ে শাস্তি পায় কানাডা দল। দলটির ৬ পয়েন্ট কাটার পাশাপাশি প্রধান কোচ ও দুই অফিসিয়ালকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে