বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

২০২৬ বিশ্বকাপ জিততে নেইমারকে লাগবেই বললেন রদ্রিগো

ক্রীড়া ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নেইমার ও রদ্রিগো

ব্রাজিল দলের এখন যা অবস্থা, পাঁচ সমর্থকের জন্যও এই দলকে নিয়ে বড় স্বপ্ন দেখা কঠিন। তারপরও বিশ্বকাপে সবসময় তাদের লক্ষ্য থাকে একটিই- ট্রফি জয়। আগামী বিশ্বকাপ ঘিরেও সেই আশা আছে রদ্রিগোর। তবে সেই লক্ষ্য পূরণে একটি শর্ত তিনি জুড়ে দিয়েছেন। বিশ্বকাপ জিততে হলে নেইমারকে তাদের লাগবেই।

নেইমারের ঘাটতি দলে পূরণ করা যাচ্ছে না। আগামী বিশ্বকাপ জিততে হলে নেইমারের বিকল্প তিনি দেখেন না। এমনটাই অভিমত রদ্রিগোর, 'আমার কিছু বলার নেই। সবাই দেখতে পাচ্ছে। এটা খুবই পরিষ্কার, তার অভাব কতটা অনুভূত হচ্ছে দলে। তিনি আমাদের তারকা, আমাদের সেরা ফুটবলার। বিশ্বকাপ জিততে হলে তাকে আমাদের লাগবে। সবাইকে ভালো থেকে তাকে সহায়তা করতে হবে। আমরা সবাই নেইমারকে সুস্থ দেখতে চাই। তিনি যদি সুস্থ থাকেন সেরে ওঠার শেষ পর্যায়ে আছেন তিনি। যতদ্রম্নত সম্ভব তাকে ফিরে পেতে চাই আমরা।'

রদ্রিগো বলেন, 'আমরা নিয়মিতই পরস্পরকে ম্যাসেজ পাঠাই। এখন সে দলের সঙ্গে অনুশীলনে ফেরার পথে আছে। সতীর্থ হিসেবে তিনি দারুণ। মানুষ হিসেবে তিনি যেমন তাকে নিয়ে কেউ খারাপ কথা বললে আমার কষ্ট লাগে। তিনি সবসময় আমাকে নানা কিছু লেখেন, সহায়তা করেন। তাকে আমি ভালোবাসি। ফুটবলার হিসেবে তিনি তো আমার আদর্শই, মানুষ হিসেবেও সে অসাধারণ একজন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে