মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

অলরাউন্ডারদেরর্ যাংকিংয়ের শীর্ষ তিনে মিরাজ

ক্রীড়া ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
অলরাউন্ডারদেরর্ যাংকিংয়ের শীর্ষ তিনে মিরাজ

দলের চরম বিপর্যয়ে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজের লড়াকু ইনিংসের ছাপ পড়েছের্ যাংকিংয়ে। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তিনি। দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। পুরুষ ক্রিকেটারদের বুধবার ঘোষিতর্ যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় মিরাজের এই উন্নতি। তার রেটিং পয়েন্ট এখন ২৯৪। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে তার ওপরে আছেন দুই ভারতীয়- রবীন্দ্র জাদেজা (৪৩৪) ও রবিচন্দ্রন অশ্বিন (৩১৫)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংস ১৩ রান করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১ ছক্কা ও ১০ চারে ৯৭ রানে ফেরেন কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে। সপ্তম উইকেটে জাকের আলির সঙ্গে তার ১৩৮ রানের জুটিতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লিড নিতে পারে বাংলাদেশ। এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি করেছেন মিরাজ। ৯ ধাপ এগিয়ে আছেন ৬৩তম স্থানে। ৯ ধাপ এগিয়েছেন দুই ইনিংসে ৩০ ও ৪০ রান করা মাহমুদুল হাসান জয়। এই ওপেনার আছেন ৭৫ নম্বরে।

টেস্টর্ যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপর আছেন মুশফিকুর রহিম, ২৬ নম্বরে। প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়া ম্যাচে অফ স্পিনে ২ উইকেট নেওয়া মিরাজের বোলারদেরর্ যাংকিংয়ে ২ ধাপ অবনতি হয়েছে। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ২১তম স্থানে। আর এই তালিকায় বাংলাদেশে সবার ওপরে আছেন তাইজুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে