মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চেলসির গোল উৎসব

ক্রীড়া ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
চেলসির গোল উৎসব

উয়েফা কনফারেন্স লিগে শতভাগ সাফল্য ধরে রেখেছে চেলসি। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে রেকর্ড গোলে ভাসিয়ে দিয়েছে এফসি নোয়াহকে। আর্মেনিয়ান দলকে ৮-০ গোলে হারিয়েছে চেলসি। জোড়া গোল করেছেন জোয়াও ফেলিক্স ও ক্রিস্টোফার এনকুনকু। হাফটাইমের আগেই ৬ গোল দেয় চেলসি। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বড় জয়ে অন্য গোল করেন টসিন অ্যাডারাবিয়ো, মার্ক গুইয়ু, অ্যাক্সেল দিসাই ও মিখাইলো মুড্রিক।

২০২১ সালে শুরু হওয়া কনফারেন্স লিগে আগের সবচেয়ে বড় জয় ছিল ছয় গোলের। চেলসির ইতিহাসে এই ফল দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড ছুঁলো। ক্লাবটি সবচেয়ে বড় ব্যবধানে জিতেছিল ১৯৭১ সালে, লুক্সেমবার্গ দল জেউনেসে হাউচেরেজের বিপক্ষে ১৩-০ গোলে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চেলসি কনফারেন্স লিগের শীর্ষে। ম্যাচ মেষে কোচ এনজো মারেস্কা বলেছেন, 'খেলোয়াড়রা আবারও দেখিয়েছে তারা কতটা পেশাদার ও সিরিয়াস। এই ধরনের খেলায় পিছলে পড়া কিংবা পড়ে যওয়া সহজ। ফুটবল হচ্ছে বিস্ময়ে ভরা। আমি এই ম্যাচের আগে তাদের পেশাদারিত্ব দেখাতে বলেছিলাম, তারা সেটা করেছে।'

গোল দেখতে স্বাগতিক দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ১২ মিনিট পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে