মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ইউরোপা লিগে ম্যানইউর প্রথম জয়

ক্রীড়া ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
ইউরোপা লিগে ম্যানইউর প্রথম জয়

আমাদ দিয়ালোর জোড়া গোলে ২-০ গোলে পিএওকে সোলানিকাকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। বৃহস্পতিবার রাতে চতুর্থ ম্যাচে এসে ইউরোপা লিগে প্রথম জয় পেল ইংলিশ ক্লাবটি। এরিক টেন হ্যাগ যা পারেননি, সেটাই অর্জন করলেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়। এদিনের এই জয়ে ইউরোপা লিগে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে ম্যানইউ। তাদের প্রতিপক্ষ সোলনিকার ৪ ম্যাচে একটিও জয় নেই। মাত্র ১ পয়েন্ট নিয়ে রয়েছে ৩৩তম স্থনে।

আগের তিনটি ইউরোপা লিগ ম্যাচে ড্র করেছিল ম্যানইউ। প্রথমার্ধে কোনো গোল পায়নি তারা। বিরতি থেকে ফেরার পঞ্চম মিনিটে ব্রম্ননো ফার্নান্দেসের ক্রসে হেড করে আমাদ জালমুখ খোলন। দুই দলই প্রথম জয়ের খোঁজে ছিল। ওল্ড ট্র্যাফোর্ডে গ্রিক সফরকারীরাও সুযোগ খুঁজছিল। ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানা প্রথমার্ধে ম্যাডি কামারার একটি শট গোলবারের ওপর দিয়ে তুলে দেন। ৬৪তম মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল পিএওকে। কিন্তু আনমার্কড টারিল টিসোদালির শটে ওনানাকে পরাস্ত করার মতো যথেষ্ট জোর ছিল না। খেলার ১৩ মিনিট বাকি থাকতে আমাদ গোল করে জয় নিশ্চিত করেন। বাবা রহমানের চ্যালেঞ্জ সামলে বাঁকানো শটে জাল কাঁপান তিনি। চার ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট ৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে