জাতীয় গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন নুসরাত মাহজাবিন ও সায়েরা নিহাদ। শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জুনিয়র বালিকাদের ৪০ কেজিতে সিলেটের নুসরাত মাহজাবিন স্বর্ণ, কল্যাণপুর কারাতে ইনস্টিটিউটের মালিহা শরীফ রুপা ও একই ক্লাবের মেহজাবিন চৌধুরী ব্রোঞ্জ জেতেন। বালিকাদের ক্যাডেট ৩০ কেজিতে রাজশাহীর সায়েরা নিহাদ স্বর্ণ, কল্যাণপুর কারাতে ইনস্টিটিউটের তাসনিক তাবাসসুম রুপা ও বিসিআইসি ক্লাবের তাসলিমা ব্রোঞ্জপদক জিতে নেয়। এছাড়া বালিকাদের কাতা বিভাগে তাসনিম রহমান স্বর্ণ, মুবাশশিরা তাসনিম রুপা ও সাবরিনা আলম ব্রোঞ্জ জেতে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিহান নিয়াজ রহমান ও গোজোরিউ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক হানসি খালেদ মনসুর চৌধুরী।