মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

যশোরে ইস্পাহানি-আনোয়ারা মান্নান বেগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
যশোরে ইস্পাহানি-আনোয়ারা মান্নান বেগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
'আনোয়ারা মান্নান বেগ আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমির উচ্ছসিত খেলোয়াড়রা -সংগৃহীত

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত 'আনোয়ারা মান্নান বেগ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমি। ৮ দলের অংশগ্রহণে প্রায় এক মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট শনিবার শেষ হয়েছে। ফাইনাল ম্যাচে যশোর জেলার শামস-উল-হুদা ফুটবল একাডেমি ৭-৪ গোলে গোপালগঞ্জ জেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলের জনপ্রিয়তাকে সারাদেশে ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ফরিদপুরের চরভদ্রাসনের চরসুলতানপুরে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চরসুলতানপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ মহসিন বেগ, অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব আর্কিটেক্ট মুজাহিদ বেগ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরুল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হক বেগ এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম, আলফাজ আহমেদ, সাইদ হাসান কানন এবং ইমতিয়াজ আহমেদ নকীব। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক (ফরিদপুর) এস এম তারিকুল ইসলাম।

বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ইস্পাহানি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন প্রসারে ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। ইস্পাহানি নিয়মিতভাবে সারাদেশের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে থাকে। এছাড়াও ক্রিকেট, বাস্কেটবল, দাবা, স্কোয়াশ, ব্রিজ, গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।

-প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে