জার্মানি সবসময়ই প্রতিপক্ষের জন্য আতঙ্কের। কারণ, একবার গোল করা শুরু করলে আর বিরতি নেই। প্রতিপক্ষের জাল ছিন্ন-বিচ্ছিন্ন করেই ছাড়বে তারা। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তা অনুভব করেছিল ব্রাজিল। উয়েফা নেশন্স লিগে শনিবার রাতে তেমনি তিক্ত স্বাদ পেল বসনিয়া ও হার্জেগোভিনা। জার্মানির ইউরোপা-পার্ক স্টেডিয়ামে খেলতে এসে ৭-০ গোলের বড় ব্যবধানে হারলো দলটি। নেশন্স লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হারের ম্যাচ।
এদিনের এই বড় জয়ে 'এ' লিগের গ্রম্নপ তিনের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে। আগের ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জার্মানির হাতে আছে আরও একটি ম্যাচ। একই গ্রম্নপ থেকে নেদারল্যান্ডসও শেষ আট নিশ্চিত করেছে। হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ১৩ পয়েন্ট নিয়ে জার্মানি আছে শীর্ষে। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে নেদারল্যান্ডস। গ্রম্নপ এ-৩ থেকে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে আগেই উঠেছে জার্মানরা। সে হিসাবে গ্রম্নপ পর্বে গতকালের ম্যাচসহ বাকি ম্যাচটি জার্মানদের জন্য শুধু নিয়মরক্ষার। গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও নিজেদের শক্তিমত্তা দেখাতে প্রস্তুত জার্মানি। সে লক্ষ্যে ২০২৬ বিশ্বকাপের আগে আরও একবার নিজেদের বিধ্বংসী রূপ দেখালো হুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা।