ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাদা পোশাকে ধুঁকছে বাংলাদেশ। প্রথম টেস্টে হেরে যাওয়া মিরাজ-লিটনরা দ্বিতীয় টেস্টেও ব্যাটিং নিয়ে আছে বিপাকে। জ্যামাইকায় এই টেস্টটি শেষ হতে না হতেই শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। যেই সিরিজের জন্য গতকাল সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে পারেননি অধিনায়ক। তাই এই সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। তাই এই সিরিজের আগে ঘুরে ফিরেই আসছিল সাকিব আল হাসানের নাম। কারণ টেস্ট ও টি২০তে অবসর নেওয়া সাকিব ওয়ানডে খেলতে চেয়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে রাখবে কিনা বিসিবি সেটা ছিল বড় প্রশ্ন! গতকাল বিসিবি ঘোষিত দলে মিলল সেই উত্তর। ওয়েস্ট সফরের দলে রাখা হয়নি দেশসেরা অলরাউন্ডারকে। এছাড়া চোটের কারণে দলে নেই মুশফিকুর রহিম ও তাওহিদ।
আগেই ক্যারিবীয় সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিল। অন্যদিকে নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। সেই চোটের কারণে এই সিরিজে নেই তিনিও। দুজনের না থাকায় মিডল অর্ডারে লম্বা সময় পর ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন জাকির হাসান। পারিবারিক কারণে ছুটিতে আছেন মুস্তাফিজুর রহমান। মোট ৫ পেসার ও তিন স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ।
সিরিজের দল ঘোষণার দিনই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে সোমবার দেশ ত্যাগ করেছেন চার ক্রিকেটার। চারজনের মধ্যে রয়েছেন মাহমুদউলস্নাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং নাসুম আহমেদ। সন্ধ্যা সাড়ে ছয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন এই চার ক্রিকেটার।
ওয়ানডে থেকে এখনও অবসর নেননি মাহমুদউলস্নাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সম্প্রতি মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন তিনি। তার সঙ্গে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তও। কুঁচকির ইনজুরি থেকে সেরে ওঠা টাইগার অধিনায়ক সেদিন রানিং করেছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ।
এদিকে এক বছর পর মাঠে ফিরে আফগানিস্তানের বিপক্ষে চমক দেখিয়েছিলেন নাসুম আহমেদ। তাই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে জায়গা হয়েছে নাসুম আহমেদের। তার সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন।
অন্যদিকে গত এক বছর থেকে ওপেনার নিয়ে সমস্যায় ভুগছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিং করতে দেখা যেতে পারে তানজিদ তামিমকেই। সে কারণেই হয়তো তাকে আগেভাগেই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দ্বীপপুঞ্জের দেশটিতে।
জ্যামাইকা টেস্ট শেষে আগামী ৮ ডিসেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দুই ম্যাচ হবে ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুই দলের টি২০ সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউলস্নাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রম্নব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা।