আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (২ মে) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সমাবেশটি বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
তবে সমাবেশের আগেই নতুন করে আবারও বিক্ষোভের কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন।
শুক্রবার (২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তিনি লেখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠাতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।’
সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।