শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে ক্যারিবীয়রা

ক্রীড়া প্রতিবেদক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে ক্যারিবীয়রা
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে ক্যারিবীয়রা

সিরিজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে পরিসংখ্যান ছিল বিব্রতকর। সর্বশেষ ১১ ম্যাচের একটিও জিততে পারেনি ক্যারিবীয়রা। চলমান সিরিজে সব হিসাব-নিকেশ বুঝিয়ে দিতেই যেন নেমেছে তারা। প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর এবার দ্বিতীয় ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখল শাই হোপের দল। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ১০ বছর পর সিরিজও নিজেদের করে নিল তারা।

বৃহস্পতিবার সেন্ট কিটসেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে বাংলাদেশ।

লম্বা সময় পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ছন্দে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ১১ ম্যাচে হার, এর মাঝে শেষ দুই সিরিজেই আবার হোয়াইটওয়াশ। এবার সেই পরিসংখ্যান বদলালো ক্যারিবীয়রা। তিন ম্যাচের প্রথম দুটিতে জয় তুলে নিশ্চিত করেছে সিরিজ। এবার হোয়াইটওয়াশের লক্ষ্য উইন্ডিজের।

গত মঙ্গলবার বাংলাদেশকে পর শাই হোপ জানান, 'খুব ভালো লাগছে। পাওয়া পেস্নতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। জেইডেনকে ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি ও বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছেই। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি ৩-০ করতে পারব।'

হোপ আরও যোগ করেন, 'প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও ওপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।'

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১৪ সালে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর কোনো সিরিজেই সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা। এক দশক পর সেই আক্ষেপে প্রলেপ টানল হোপের দল।

মঙ্গলবার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাটিংটা মনমতো করতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচের ধারে-কাছেও যেতে পারেনি। উইন্ডিজের বোলিং তোপে ২২৭ রানেই গুটিয়ে যায় মেহেদি হাসান মিরাজের দল। জবাব দিতে নেমে দাপুটে ব্যাটিংয়ে ৭ উইকেট ও ৭৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। শাহ হোপের দল শুধু ম্যাচই জেতেনি, দশ বছর পর জিতেছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও।

আগামী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসির্ যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখনর্ যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম। সরাসরি বিশ্বকাপের টিকিট না পেলে বাছাইপর্ব খেলে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে