শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জিরোনাকে হারিয়ে লিভারপুলের ছয়ে ৬

ক্রীড়া ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জিরোনাকে হারিয়ে লিভারপুলের ছয়ে ৬
ইংলিশ প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। স্প্যানিশ ক্লাব জিরোনাকে হারিয়েছে দ্য রেডসরা। ম্যাচে একমাত্র গোলটি করেন মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ -ওয়েবসাইট

ছয় ম্যাচ শেষেও ৩৬ দলের মধ্যে একমাত্র দল হিসেবে উয়েফা উয়েফা চ্যাম্পিয়নস লিগে শতভাগ সাফল্য ধরে রাখল লিভারপুল। মঙ্গলবার রাতে স্প্যানিশ দল জিরোনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আর চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে তৃতীয় হার দেখা রিয়াল মাদ্রিদ নেমেছিল আটালান্টার মাঠে। ইতালিয়ান প্রতিপক্ষের সঙ্গে কঠিন পরীক্ষা দিতে হবে জানত তারা।

তাইতো আসরে অপরাজিত থাকা দুই দলের একটি ছিল আটালান্টা, খেয়েছে মাত্র একটি গোল। সেই দলটির বিপক্ষে লড়াই করে জিতল মাদ্রিদের ক্লাবটি। মঙ্গলবার রাতে ইতালিয়ান ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে তারা। টানা দুই ম্যাচ হারের পর রিয়াল জিতেছে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যামের গোলে।

জিরোনা টুর্নামেন্টে পঞ্চম হার দেখল। কিন্তু লিভারপুলের ঘাম ছুটিয়েছে তারা। প্রথম অর্ধে কয়েকটি সুযোগ পেয়েছিল লিড নেওয়ার। সফরকারী কিপার আলিসন তাদের হতাশ করেন। লিভারপুল কাউন্টার অ্যাটাক থেকে জিরোনাকে মোকাবিলা করে দমিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু তারা ব্রেকথ্রম্ন পায় পেনাল্টি থেকে। লুইস দিয়াজ স্বাগতিকদের বক্সের মধ্যে ফাউলের শিকার হলে ৬৩তম মিনিটে সালাহ পেনাল্টি স্পট থেকে জাল কাঁপান। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে এটি তার ১৬তম গোল। ছয় ম্যাচে ষষ্ঠ জয়ে লিভারপুল লিগ পর্বে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে