শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দুই রাউন্ড শেষে শীর্ষে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দুই রাউন্ড শেষে শীর্ষে মোহামেডান

চীনের দুঃখ হোয়াংহো। মোহামেডানের দুঃখ কি? যদি প্রশ্ন করা হয়। উত্তর আসবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ট্রফিটা ঘরে তুলতে না পারা। ২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত চারবার লিগের রানার্সআপ হয়েছে সাদা-কালোরা। কিন্তু কখনোই চ্যাম্পিয়ন ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি। আলফাজ আহমেদের হাত ধরে গত মৌসুমে রানার্সআপ হওয়া মোহামেডান এবারও পেশাদার লিগে বেশ ভালো পারফরম্যান্স করছে। লিগের দুই রাউন্ড শেষে তারা অবস্থান করছে শীর্ষে। সমর্থকদের প্রত্যাশা, এবার অন্তত লিগের চ্যাম্পিয়ন ট্রফিটা ঘরে তুলবে ক্লাবটি।

ঘরোয়া ফুটবলে গত কয়েকটি মৌসুম ধরে সব থেকে শক্তিধর দল গড়ছে বসুন্ধরা কিংস। লিগে টানা ৫টি শিরোপা জিতেছে ক্লাবটি। এবার শিরোপা জিতলে আবাহনীর ছয়বারের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি ছুঁয়ে ফেলবে তারা। কিন্তু বড় দল গড়েও ঘরোয়া ফুটবল দর্শকদের মনে ঠাঁই পেতে বোধহয় আরও অনেকটা সময় লেগে যাবে বসুন্ধরার। এখন পর্যন্ত আবাহনী-মোহামেডানের মতো সমর্থকগোষ্ঠী তৈরি হয়নি ক্লাবটির। তাই ঐতিহ্যবাহী দুই ক্লাব ভালো পারফরম্যান্স করে।

সমর্থকরা স্বপ্ন দেখেন, শিরোপা ঘরে তোলার। যদিও লিগ লম্বা সময়ের। অনেক হিসাব-নিকাশ রয়েছে। পারফরম্যান্সের উত্থান-পতন তো আছেই। তবে এবারের লিগে শুরুটা কিন্তু দারুণ হয়েছে মোহামেডানের। নিজেদের প্রথম ম্যাচে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৬-০ গোলের জয়। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে তারা পায় বসুন্ধরা কিংসকে। নিজেদের হোম ভেনু্য কুমিলস্নার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গত শুক্রবার বসুন্ধরাকে মৌসুমে হারের প্রথম তিক্ত স্বাদটি উপহার দিয়েছে আলফাজের শিষ্যরা। দারুণ উপভোগ্য ম্যাচটি দেখতে কুমিলস্নায় দর্শকের ঢল নেমেছিল। কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্লাব এখন পর্যন্ত মোহামেডানকেই মনে হচ্ছে। তবে লিগে ভালো করলেও এই সপ্তাহেই (মঙ্গলবার) ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে ১-০ গোলে হেরে গেছে মোহামেডান। যা কিছুটা শঙ্কার কারণ। এখন দেখা যাক, ফেডারেশন কাপের হতাশা ভুলে লিগের পরবর্তী ম্যাচে মোহামেডান ঘুরে দাঁড়াতে পারে কিনা।

আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী ম্যাচটিতে চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর মুখোমুখি হবে সাদা-কালোরা। লিগে দুই ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে গোল গড়ে (+৭) শীর্ষে আছে মোহামেডান। তাদের সমান ৬ পয়েন্ট রয়েছে আরও দুই ক্লাবের। তারা হলো- রহমতগঞ্জ ও ঢাকা আবাহনী। দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের গোলগড় (+৪), আবাহনীর (+৩)। চতুর্থ স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন। দুই ম্যাচে তারা সংগ্রহ করেছে চার পয়েন্ট। অন্যান্য মৌসুম থেকে এবার কিছুটা ভালো করছে গোপীবাগের দলটি। এই চার ক্লাবের পর ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা। কিংস সমর্থকদের জন্য নিশ্চিতই হতাশার তাদের এই অবস্থান। ষষ্ঠ স্থানে থাকা পুলিশ ফুটবল ক্লাবেরও ৩ পয়েন্ট। গোল গড়ে পিছিয়ে তারা। হার দিয়ে লিগ শুরু করা ফর্টিস এফসি গত রাউন্ডে ব্রাদার্সের সঙ্গে ১-১ গোলের ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছে। তারা আছে সপ্তম স্থানে। এখন পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে না পারা তিন দল- ফকিরেরপুল ইয়ংমেন্স, ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী আছে যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে। লিগের তৃতীয় রাউন্ড মাঠে গড়াবে শুক্রবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে