বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক-লেখকদের ঐতিহ্যবাহী সংগঠন বিএসপিএ ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক, লেখক এবং ফটোসাংবাদিক পুরস্কারের জন্য মনোনয়ন প্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার 'ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনোনীতদের মধ্য থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপদের নাম ঘোষণা করা হবে। এবারের আয়োজনে বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠান শুরু বিকাল সাড়ে চারটায়।
ঐতিহ্য অনুযায়ী বিএসপিএ এই অনুষ্ঠানে তিন সিনিয়র ক্রীড়ালেখক/সাংবাদিককে দেবে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননার জন্য মনোনীতি :পরাগ আরমান, চিন্ময় সাহা, জাহিদ রহমান।
ম্যাক্স বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়াডে মনোনয়নপ্রাপ্তদের তালিকা: স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০২৩ (তওফিক আজিজ খান ট্রফি) :রাহেনুর ইসলাম, সাদমান সাকিব, আরাফাত জোবায়ের।
সাক্ষাৎকার : প্রিন্ট ও অনলাইন ২০২৩ (আতাউল হক মলিস্নক ট্রফি): তারেক মাহমুদ, আতিফ আজম, সুদীপ্ত আহমদ আনন্দ।
সাক্ষাৎকার:টিভি ২০২৩ (আতাউল হক মলিস্নক ট্রফি):সাকির রুবেন, মাহফুজ আলম, মো. ইকরাম হোসাইন।
সিরিজ রিপোর্ট : ২০২৩ (আব্দুল হামিদ ট্রফি): তরুণ সরকার, আরাফাত জোবায়ের, মেহেদী নাঈম।
ফিচার রিপোর্ট : প্রিন্ট ও অনলাইন ২০২৩ (রণজিৎ বিশ্বাস ট্রফি): মাসুদ আলম, রাহেনুর ইসলাম, সঞ্জয় সাহা পিয়াল।
ডকুমেন্টরি : টিভি ২০২৩ (রণজিৎ বিশ্বাস ট্রফি): সাদমান সাকিব, আরিফুল ইসলাম, রিফাত এমিল।
এক্সক্লুসিভ রিপোর্ট ২০২৩ (বদি-উজ- জামান ট্রফি): রাহেনুর ইসলাম, আরাফাত জোবায়ের, শিশির হক।
ফটোগ্রাফি ২০২৩ (বদরুল হুদা চৌধুরী ট্রফি) :শামসুল হক টেংকু, ফিরোজ আলম, তানভীন তামীম।